নভেম্বর ৬, ২০২১
জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের (প্রস্তাবিত) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার (লেক ভিউ’তে) জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বর্তমান সময়ে চাকুরী সংকটের বাজারে টেকনিক্যাল এডুকেশন’র বিকল্প নেই। টেকনিক্যাল শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে সফলতা ও সমৃদ্ধি আসবেই। কাউকে ঠকিয়ে বেশি লাভ করলে এক সময় ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠনের সফলতা ও সুনাম বৃদ্ধি পাবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, এ্যাসপর বাংলাদেশ’র সিইও মো. শাহারিয়ার আলম, এ্যাসপর বাংলাদেশ’র জেনারেল ম্যানেজার মো. হাদিউজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মীর তাজুল ইসলাম রিপন, জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী হাসান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু ও প্রভাষক শরিফুল ইসলামসহ সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। 8,982,511 total views, 8,763 views today |
|
|
|