নভেম্বর ৩, ২০২১
জাতীয় পল্লী উন্নয়ন সফল নেতৃত্ব দেয়ায় আব্দুল গফুরের স্বর্ণ পদক লাভ
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরা কলারোয়ার কৃতি সন্তান আব্দুল গফুর গাজী পল্লী উন্নয়নে সফল নেতৃত্ব প্রদান করায় স্বীকৃতি স্বরুপ জাতীয় পল্লী উন্নয়ন পদক-১৪’ লাভ করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কতৃক ওই পল্লী উন্নয়ন পদক ও সম্মাননা পত্র প্রদান করা হয়। গত শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডুসহ দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।
উল্লেখ্য, জাতীয় পল্লী উন্নয়নে সফল নেতৃত্বে স্বর্ন পদকপ্রাপ্ত কলারোয়ার কৃতি সন্তান আব্দুল গফুর গাজী কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের সমাজ সেবক আব্বাজ গাজী ও গৃহিণী ফতেমা খাতুনের সন্তান। এদিকে, ধর্মীয়-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা ও বিভিন্ন জাতীয় দিবস পালনসহ সার্বিক মূল্যায়নে তিনি বাংলাদেশের মধ্যে ১ম স্থান (পরস্কারের শ্রেণি-১০) অধিকার করায় জাতীয় পল্লী উন্নয়ন পদকে-১৪’ ভূষিত হয়েছেন। অনুরুপভাবে তিনি ১৯৮৮ সালে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে পুরস্কার প্রাপ্ত হয়েছেন বলে জানা যায়্। কলারোয়ার কৃতি সন্তান আব্দুল গফুর গাজী জাতীয় পল্লী উন্নয়ন পদক-১৪’ লাভ করায় উপজেলা বিআরডিবি অফিস, সিংগা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি, বে-সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ও জনপ্রতিনিধিগণ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। 8,604,268 total views, 12,147 views today |
|
|
|