আন্তর্জাতিক ডেস্ক : জন্মের হার রেকর্ড সংখ্যক কমে যাওয়ায় শিশু জন্মদান উৎসাহিত করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে চীন সরকার। এরই অংশ হিসেবে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে অন্তত ৩০ দিন মাতৃত্বকালীন ছুটি বর্ধিত করা হয়েছে। পরিবারে তৃতীয় সন্তান জন্ম দেয়ার অনুমতি দিতে কঠোর পরিবার পরিকল্পনার নিয়ম শিথিল করার জন্য এই পরিবর্তন আনা হচ্ছে।
শুক্রবার (২৬ নভেম্বর) বেইজিংয়ের সিটি সরকার ঘোষণা করেছে, নারীরা এখন থেকে ১৫৮ দিন মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। সাংহাই কর্তৃপক্ষ এক দিন আগে অনুরূপ পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পূর্বাঞ্চলে ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের মায়েরা এখন মোট ১৮৮ দিন মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন। এর আগে মায়েরা বেতনসহ ৯৮ দিনের মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারতেন।
সূত্র: এএফপি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/