নভেম্বর ২৫, ২০২১
খাজরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
খাজরা প্রতিনিধি : খাজরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এবাদুল মোল্যাকে মারপিটের ঘটনায় চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম ও তার সমর্থকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে খাজরা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে উপজেলা মুক্তি যোদ্ধা বৃন্দের আয়োজনে দীর্ঘ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মোল্যার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল, ইউপি সদস্য ইব্রাহিম হোসেন, মেম্বর পদপ্রার্থী রিপন হোসেন, শ্যামাপদ ঘোষ, রেজাউল ইসলাম প্রমুখ। আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে অসন্মান ও মারপিটের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে সুষ্ঠ তদন্ত করে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। 8,971,631 total views, 3,313 views today |
|
|
|