কৃষ্ণনগর কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় ২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৩ ই নভেম্বর শনিবার সকাল ১০ টার রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় মাঠে ছাত্র ছাত্রী অভিভাবক ও অভিভাবিকা দের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা থেকে ২০২১ সালে দাখিল পরিক্ষার্থীর মোট ২৫ জন। তার মধ্যে ছাত্র ১২ জন ১৩ জন ছাত্রী ।
শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মুহাম্মদ সাইফুদ্দিন। উক্ত অনুষ্ঠানের সভাপতির স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মুফতি শাহিনুর রহমান। প্রধান অতিথি ও প্রধান বক্তা ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক ও অত্র মাদ্রাসার সদস্য সচিব আলহাজ্ব মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী। অভিভাবক হিসাবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুদারিস মুফতি আব্দুল আজিজ আল ক্বাদেরী। মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা আব্দুল মোমিন আলী, বক্তব্য রাখেন মৌতলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ ইয়াছিনুর রহমান, বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুর রহমান মোল্লা, শ্যামনগর মাদ্রাসার সহকারী শিক্ষক আলহাজ্ব মাওলানা সামছুদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন শ্যামনগর টিকাদার সমিতির সভাপতি শেখ জাবের হোসেন, মনিরুল ইসলাম বুরুজ, মহিউদ্দিন মোড়ল, ডা মনিরুল ইসলাম মনো, আলহাজ্ব মতিয়ার রহমান মোড়ল সহ শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আরিফবিল্লাহ ও মহাসিন রেজা মুন্না ।