জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে ইউনিয়ন পরিষদের নির্বাচন কেন্দ্র করে সাফিয়া পারভীনের মাহিলা কর্মীকে রবিউল্লাহ বাহারের কর্মী মারপিটের অভিযোগ। ১৭ ই নভেম্বর বুধবার বিকালে কৃষ্ণনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কালিকাপুরের নদীর ধারে এলাকায় লাঙ্গল প্রতীকের মহিলা কর্মীরা ভোট চায়। কিন্তু রবিউল্লাহ বাহারের কর্মীরা তাদের উদ্দেশ্য গালিগালাজ করেন। সাফিয়া পারভীনের মহিলা কর্মীরা প্রশাসনের কাছে এ বিষয়টি অবহিত করেন। প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি ) ও কৃষ্ণনগর বিট অফিসার এস আই অহিদুর রহমান সহ ফোর্স নিয়ে সাথে সাথে ১ নং ওয়ার্ডের কালিকাপুর পৌছায় এবং তাদের ৫ জন আটক করেন কালিগঞ্জ থানায় নিয়ে যায়।
এ দিকে তাদেরকে আটক করে নিয়ে আসার পর পথে রবিউল্লাহ বাহার সহ তার কর্মীরা সাফিয়া পারভীনের মহিলা কর্মীদের মারফিট করে তারা হলো নুরুজ্জামান মিস্ত্রির স্ত্রী মাছুরা পারভীন (৩৬), মৃত্যু আশারাফ হোসেনের মেয়ে আশুরা পারভীন (২৮)। কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এছাড়া কয়েক জন মহিলা কর্মী দের মারফিট করেছে অভিযোগ করেন।সাফিয়া পারভীনকে এ ব্যাপারে জানতে তিনি বলেন জনপ্রিয়াতা দেখে আমার মহিলা কর্মীদের উপর হামলা করে। আমি রবিউল্লাহ বাহার সহ তার কর্মীদের বিচার চাই।
এ ব্যাপারে রবিউল্লাহ বাহার কে কয়েক বার মুটো ফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি। পরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্তরে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা উপস্থিত হয়ে তিনি বলেন আপনারা সান্ত হন আমি রবিউল্লাহ বাহার ও তার কর্মীরা যদি অন্যায় করে থাকে তাদের আইনি আওতায় এনে সাজা শাস্তি দেওয়া হবে। এ নিয়ে কৃষ্ণনগরে থমথমে বিরজ করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত যাদের আটক করেছে তাদের কোনে সাজা শাস্তি দেওয়া হয়নি।