নভেম্বর ১৪, ২০২১
কুলিয়ায় আওয়ামী লীগের বর্ধিত সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটারি কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় সূবর্নাবাদ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম । আরও বক্তব্য দেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ, সাবেক সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ ,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু রন্ঞ্জন মন্ডল, বাবু রামপদ সরদার।
এসময় ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু অচিন্ত মন্ডল। 8,981,980 total views, 8,232 views today |
|
|
|