নভেম্বর ২২, ২০২১
কালিগঞ্জ ইউসিসিএ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন ছাতা প্রতীকে ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪ নং ব্লকে শশাংক কুমার সরকার আম প্রতীকে ৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাইফুল ইসলাম আম প্রতীকে ৭ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আবুল কালাম আজাদ। সদস্য যথাক্রমে জহুরুল ইসলাম,আজগার আলী,আশরাফ হোসেন,আবুল কাশেম ও ফারুক হোসেন মনোনীত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) বেলা ১০ টা থেকে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ১০২ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম,সদস্য হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান ও পরিদর্শক সুবীর কুমার ঘোষ দায়িত্ব পালন করেন। 8,971,201 total views, 2,883 views today |
|
|
|