নভেম্বর ১৬, ২০২১
কলারোয়ার ২ হাজার ৯১২জন এসএসসি পরীক্ষার্থীরা যে ভাবে পাবে করোনার টিকা
ফারুক হোসাইন রাজ, কলারোয়া : সুরক্ষা এ্যপে রেজিস্ট্রেশন না করে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশ পত্র ও ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ পত্র প্রদর্শন করে সাতক্ষীরার কলারোয়ার এইচএসসি পরীক্ষার্থীরা কলেজ ভিত্তিক আগামী ২০ নভেম্বর থেকে সাতক্ষীরা সদর উপজেলার নির্দিষ্ট কেন্দ্র থেকে গ্রহণ করতে পারবে করোনা সংক্রমণ প্রতিরোধক ফাইজার টিকা। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকা’কে তিনি জানায়, গতকাল ১৫ নভেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে জেলাতে টিকা প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সকাল ১০টা হতে ১০দিন এসএসসি পরীক্ষার্থীদের ফাইজার টিকা প্রদানের করা হবে। সকল উপজেলার পরীক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজ পত্র দেখিয়ে জেলার নির্দিষ্ট টিকা কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে। আগামি ২০ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তন ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে উপস্থিত হয়ে কলারোয়ার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা করোনা প্রতিরোধক ফাইজার টিকা গ্রহণ করবে, কলারোয়া সরকারি কলেজের ৫১২ জন ও শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজর ৫৯৮ জন এসএসসি পরীক্ষার্থী। অন্যদিকে, আগামী ২১ নভেম্বর সকাল ১০ টা থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ থেকে করোনা প্রতিরোধক ফাইজার টিকা গ্রহণ করতে পারবে, বেগম খালেদা জিয়া কলেজের ৪১০ জন, কাজিরহাট কলেজের ১৩২ জন, কলারোয়া উপজেলার সকল মাদ্রাসা থেকে ১১৬ জন। ২১ নভেম্বরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কলারোয়ার বঙ্গবন্ধু মহীলা কলেজের ৭১ জন , ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজের ৭৭ জন, হাবিবুল ইসলাম কলেজের ৩৩ জন, হাজী নাছির উদ্দীন ডিগ্রি কলেজের ৩৩৭ জন, সোনার বাংলা ডিগ্রি কলেজের ৩১০ জন, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের ১২১ জন ও চন্দনপুর ইউনাইটেড কলেজের ১৪৫ জন এসএসসি পরীক্ষার্থীরা টিকা গ্রহণ করবে। সব মিলিয়ে কলারোয়া উপজেলা থেকে মোট ২ হাজার ৯১২জন এসএসসি পরীক্ষার্থীরা টিকা গ্রহণ করবে। ফোনালাপে তিনি আরও বলেন , প্রথম দেওয়া বিবৃতির চিঠিতে সাতক্ষীরা সরকারি কলেজকে টিকা কেন্দ্র হিসাবে নাম প্রকাশ করা হলেও পরাবর্তিতে কলেজ কর্তৃপক্ষের অমত থাকায় কেন্দ্রটিতে টিকা দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে। সিডিউল ভিত্তিক স্বাস্থ্য অধিদপ্তরে জেলা সিভিল সার্জন ডাঃ হোসাইন সাফায়াতের সহযোগিতা অন্যান্য কেন্দ্রে টিকা প্রদানের কার্যক্রম নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। ফাইজার টিকার টেম্পারেচার মেইনটেইন শর্তের নিয়ম মানতে উপজেলা লেভেল গুলোতে টিকা নিয়ে শিক্ষার্থীদের দেওয়ার অনুমতি নেই তবে উপজেলার এসএসসি পরীক্ষার্থীরা জেলার টিকা কেন্দ্রে প্রয়োজনীয় কাগজ পত্র দেখিয়ে টিকা নিতে পারবে।
কলারোয়ায় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান জানায়, টিকা গ্রহণ করতে কলেজে ২০২১ সালে ফরম পূরণকৃত সকল এসএসসি পরীক্ষার্থীরা নির্ধারিত ইংরেজি তারিখ আগামী ১৭ নভেম্বরের মধ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশ পত্র ও ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ পত্র ১ সেট ফটোকপি নিজ কলেজ অফিসে জমা দিতে হবে বিষয়টি অতীব জরুরি। 8,600,048 total views, 7,927 views today |
|
|
|