নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারে। হারিভাঙ্গা সড়কের উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে করে স্থায়ী পাকা বিম করে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে জানা যায় যে, স্থানীয় চাঁদখালী গ্রামের রেজাউল মোড়লের এর ছেলে নাহিদ মোড়ল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) র জমি কোনো অনুমতি ছাড়া প্রভাব বিস্তার করে দখল করছেন। স্থানীয় রেজাউল এর ছেলে পুলিশ কন্সটেবল চাকরি করায় সরকারী আইনের কোনো তোয়াক্কা না করে গায়ের জোরে রাতের আধাঁরে সরকারি জমি দখল করে গত কয়েকদিন যাবৎ এ পাকা বিম করে ঘর নির্মাণ করছেন।
আশাশুনি ওয়াপদা অফিসে ফোন দিলে দায়িত্বে থাকা রাজু ঘর এর কাজ বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে চলে গেলে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবার ও সেই খানে কাজ চলমান রাখেন। নাম না বলা স্থানীয় কয়েকজন লোক গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, স্থানীয় কথিত ইউনিয়ন প্রতিনিধি এক সাংবাদিক মনিরুজ্জামান মনি সে ঘর নির্মানকরে দেবে বলে মোটা অংকের টাকা নিয়ে নিজে দায়িত্বে ঘর উঠিয়ে দেবে বলে জানাগেছে এই কথিত সাংবাদিক এর বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিনিধি দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ওয়াপাদা অফিসে দায়িত্বে থাকা রাজুর কাছে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি অবৈধ ভাবে সরকারি সম্পত্তি দখল করে থাকে তাহলে আমরা তাকে প্রথমেই বাধা প্রধান করে থাকি, এরপরেই নোটিশ করে চিঠি দিয়ে তাকে ৩ থেকে ৭ দিনের মধ্যে সব কিছু সরিয়ে নিতে বলা হয়, তার পরেই আমরা ভেঙ্গে ফেলার জন্য আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি । সুতরাং, অপরাধী যতই ক্ষমতাবান লোক হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নই, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। সরকারি সম্পত্তি রক্ষা করতে আমরা কঠোর অবস্থানে আছি।