নভেম্বর ২৬, ২০২১
আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির শোক
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি কলেজ সাবেক ডেমোনেস্ট্রেটর (রসায়ন বিভাগ), সাতক্ষীরা আহছানিয়া মিশন লিল্লাহ বোডিং কাম এতিমখানার সভাপতি ও জাহান প্রিন্টিং প্রেসের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ও আহছানিয়া মিশন লিল্লাহ বোডিং কাম এতিমখানা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আলহাজ্ব ফজলুর রহমান বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা অনুমান ৬টা ১৫ মিনিটের সময় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। আলহাজ্ব ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান ও মাদ্রাসা পরিচালনা কমিটির কার্যকরী সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আহছানিয়া মিশন লিল্লাহ বোডিং কাম এতিমখানা পরিচালনা কমিটির সেক্রেটারী কাজী সিরাজুল হক, আবু শোয়েব এবেল ও আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়াসহ সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ও আহছানিয়া মিশন লিল্লাহ বোডিং কাম এতিমখানা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আলহাজ্ব ফজলুর রহমানের মৃত্যুতে নেতৃবৃন্দরা বলেন, আমরা তার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি খুবই ভাল মনের মানুষ ছিলেন। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এদিকে আলহাজ্ব ফজলুর রহমানের মৃত্যুতে শহরের পলাশপোল গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ও আহছানিয়া মিশন লিল্লাহ বোডিং কাম এতিমখানা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। 9,024,066 total views, 614 views today |
|
|
|