Site icon suprovatsatkhira.com

আশাশুনির ৬ প্রতিষ্ঠানে হচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে। সরকারি অর্থ সহায়তায় ল্যাব স্থাপনের কাজ ইতিমধ্যে এগিয়ে চলেছে।

সাতক্ষীরা জেলার ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। আশাশুনি উপজেলার দরগাহপুর আফিল উদ্দিন আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল, মিত্র তেতুলিয়া পিএস মাধ্যমিক বিদ্যালয়, আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি দাখিল মাদরাসায় ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে। গত ১০ নভেম্বর ল্যাব স্থাপন সংক্রান্ত চুক্তিপত্র সম্পাদন করা হয়।

প্রকল্প কর্তৃপক্ষ ও স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মঙ্গলবার সকালে আশাশুনি আলিয়া মাদরাসার কাজের অগ্রগতি দেখতে মাদরাসা পরিদর্শন করেন, আইসটি আশাশুনি উপজেরার সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version