নভেম্বর ২৭, ২০২১
আশাশুনিতে মাতৃত্বকাল ভাতা ভোগীদের প্রশিক্ষণ
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মাতৃত্বকাল ভাতা ভোগীদের সচেতনতামূলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ২ নভেম্বর থেকে শুরু হয় উপজেলার ১১টি ইউনিয়নে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির আওতায় নির্বাচিত ভোগীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম, সর্বমোট ১৬৫০ জন মাতৃত্বকাল ভাতা ভোগীদের এই প্রশিক্ষণ দিতে সক্ষম হয়ছে। প্রশিক্ষণ বিষয় ছিলো ‘নিরাপদ মাতৃত্ব ও গর্ভকালীন পরিচর্যা স্বাস্থ্য’, পুষ্টি, যৌতুক ও তালাক, বাল্যবিবাহ প্রতিরোধ,নারীর প্রতি সহিংসতা, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি। কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর সরকারের সভাপতিত্বে (অনলাইনের মাধ্যমে) প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শফিউল আযম। বিশেষ অতিথি জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী, সমাজ উন্নয়ন ফাউন্ডেশন(এস.ডি.এফ) এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, উন্নয়ন কর্মী দুলাল চন্দ্র দাশ ও সুশান্ত মল্লিক। 8,642,295 total views, 7,294 views today |
|
|
|