নভেম্বর ২৭, ২০২১
আশাশুনিতে জাতীয় মৎস্যজীবি সমিতির সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি: সরকারী নির্দেশনা মোতাবেক মৎস্যজীবি ও জেলেদের তালিকা হালনাগাদ করণ, মাছধরা নিষেধ কালীন সকল জেলেদের প্রচলিত খাদ্য সহায়তা প্রদান, সরকারী নীতিমালা মোতাবেক জলমহলে মৎস্যজীবিদের অধিকার প্রতিষ্টা, খাস জলমহল ও জমি থেকে বে-আইনী দখলদার ভূমি দস্যুদের উচ্ছেদ করা ও জমির মামলা দ্রæত নিষ্পত্তি করা সহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার মৎস্যজীবিদের ১৩ দফা দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে সাতক্ষীরায় জেলা প্রশাসকের মাধ্যমে আগামী ১২ই ডিসেম্বর ২০২১ স্মারক লিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচী সফল ও স্বার্থক করতে আশাশুনি উপজেলার জাতীয় মৎস্যজীবি সমিতি আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সমিতির নিজস্ব কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। সাতক্ষীরা জেলা জাতীয় সমিতির সাধারণ সম্পাদক নিতাই কুমার ঢালীর পরিচালনায় আলোচনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির আহŸায়ক বীর মুক্তি যোদ্ধা আলী আশরাফ, তালা উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতি গনেশ চন্দ্র বর্মন, কালিগঞ্জ উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাধারণ সম্পাদক গোবিন্দ সরকার দেবহাটা উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতি সভাপতি ও সাতক্ষীরা কেন্দ্রীয় মৎস্যজীবি সভাপতি রবীন মন্ডল সাধারণ সম্পাদক লক্ষ্মন কুমার বর, সাতক্ষীরা কেন্দ্রীয় সমিতির মৎস্যজীবি সমিতির সম্পাদক শিবপদ মন্ডল, আশাশুনি উপজেলার জাতীয় মৎস্যজীবি সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ভবনাথ মন্ডল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, প্রচার সম্পাদক সাংবাদিক এম এম সাহেব আলী শ্যামনগর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আশাশুনি সদর ইউনিয়ন জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি মইনুর ইসলাম প্রমুখ। 8,642,321 total views, 7,320 views today |
|
|
|