মাহফিজুল ইসলাম আককাজ ঃ সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে পূজা মন্ডপ পরিদর্শণ ও দলিত সম্প্রদায়ের মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সোমবার (১২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাটকেখালী গোবিন্দ মন্দিরে যান। এসময় সেখানে উপস্থিত ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং ১৫৮ জন নিম্মবৃত্ত ও মধ্যবিত্ত দলিত সম্প্রদায়ের মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মানস সোম, বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌরপদ দাশ, বাটকেখালী গোবিন্দ মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার, সাধারণ সম্পাদক সুনীল কুমার দাশ, মিন্টু সরদার প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।