অক্টোবর ২৯, ২০২১
কাশিমাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা
শ্যামনগর উপজেলা প্রতিনিধি: শ্যামনগরের ২নং কাশিমাড়ী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্যানেল তৈরীর লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ অক্টোবর বিকাল ৪ টায় কাশিমাড়ী ইউনিয়ন আ’লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব সমশের আলী ঢালীর সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সভায় কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনিয়নটির আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্যানেলে নৌকা প্রতীক পেতে আবেদন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেডারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সমশের আলী ঢালী, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু ও প্রভাষক সেকেন্দার আবুজাফর।অনুষ্ঠানে প্রথম অধিবেশনে পাঁচজন প্রার্থীর নামের একটি তালিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম, আবুল হোসেন ঘোষনা করেন। পরবর্তীতে ২য় অধিবেশন শুরু করার পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম, আবুল হোসেন নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন। অবশিষ্ট চারজন প্রার্থীর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ইউনিয়ন কমিটির ৬১জন সদস্যের ভোটের ব্যালটের ব্যবস্থা করেন। ভোটারদের হাতে ব্যালট প্রদান শুরু করার পূর্বমূহুর্তে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী ঘোষনা দেন গাজী আনিছুজ্জামান আনিচ কে এক নং ক্রমিকে এবং দুই নং ক্রমিকে তার নাম রাখার। কিন্তু ঐ সময়ে দীর্ঘদিনের নিজেদের দ্বন্দ্ব বা অভিমান নিরসন হওয়ায় অনুষ্ঠানে আনন্দ উল্লাসের বন্যা বয়ে যায়। ফলে তিন নং ক্রমিকের নাম অপর দুই প্রার্থী আনোয়ার হোসেন মিন্টু ও প্রভাষক সেকেন্দার আবুজাফর মধ্যে থেকে ঘোষনা করা হয়নি। কয়েকজন কাউন্সেলর জানিয়েছেন,গাজী আনোয়ার হোসেন মিন্টু ও অপর প্রার্থী সিকান্দার আবু জাফরের মধ্যে থেকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় ভাবে বিবেচনা করে দুইজনের মধ্যে যাকে যোগ্য মনে করবেন তার নাম রেজুলেশানের তিন নং কলামে প্রার্থীর তালিকায় অন্তর্ভূক্ত করার জোর দাবী জানানো হয়েছে। এ তালিকা উপজেলা/জেলা ও কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। 8,623,547 total views, 3,099 views today |
|
|
|