Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা পৌরসভার ক্ষুদ্র পানি ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ

সাতক্ষীরা পৗরসভার ক্ষুদ্র পানি ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২৪ অক্টোবর ২০২১ তারিখ রোজ রবিবার বঙ্গবন্ধু কনফারেন্স রুম, প্রেস ক্লাব ভবন, সাতক্ষীরাতে অনুষ্ঠেয় প্রশ্ক্ষিণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃণাল কুমার সরকার। প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম খান ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত । পৌরসভার প্রান্তিক এলাকায় সুপেয় পানি বাঞ্চিত এলাকার মানুষের মাঝে সুপেয় পানি পৌছায়নি সে সকল এলাকায় সুলভ মূল্যে পানি পৌঁছানোর বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে পানি নিরাপত্তা বিষয়ক বিস্তারিত আলোচনা ও বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়।

প্রশিক্ষণে মোঃ আলফাজ উদ্দিন, সমিত ঘোষ, রুহুল আমিন, রমজান আলি, জুলফিকার, রাবেয়া সুলতানা, মফিজুল ইসলাম, সেলিনা খাতুন, পিংকী রানীসহ অন্যান্য অংশগ্রহণ করেন। পানির উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত যাতে নিরাপদ পানির নিশ্চিয়তা প্রদান করা যায় তার উপর গুরুত্ব প্রদান করা হয় ও প্রদর্শনী সেশন পরিচালনা করা হয়। স্থানীয়ভাবে পানির মান পরীক্ষা বিষয়েও প্রদর্শনী করা হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সমাপনী করেন আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।(প্রেস বিজ্ঞপ্তি)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version