অক্টোবর ২৭, ২০২১
শ্যামনগরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারক সূচনা ও কাব্যগ্রন্থ মালার ‘মোড়ক উম্মোচন’
মোস্তফা কামাল, শ্যমনগর উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারক সূচনা এবং কবি সুপদ বিশ্বাসের কাব্যগ্রন্থ মালার ‘মোড়ক উম্মোচন’ অনুষ্ঠিত হয়েছে।২৭ অক্টোবর দুপুর ১২টায় নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল হাইস্কুলের প্রধানশিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে কাব্যগ্রন্থ মালার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে মোবাইল অডিও কলের মাধ্যমে সংযুক্ত হন প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার, সম্মানিত অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। এছাড়াও সম্মানিত অতিথি শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন, বিশেষ অতিথি শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড.এ, কে, এম, আব্দুর রহমান, এসিল্যান্ড মোঃ শহিদুল্লাহ, ওসি কাজী ওয়াহিদ মূর্শেদ, সাবেক প্রধানশিক্ষক মাষ্টার আব্দুল ওয়াহেদ,সাবেক শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, সাবেক শিক্ষক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চলনায় নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল হাইস্কুলের শিক্ষক কবি সুপদ বিশ্বাসের কাব্যগ্রন্থ মালার ভূয়সী প্রশংসা করা হয়।এ সময় কবি সুপদ বিশ্বাস তার শুভেচ্ছা বক্তব্যে তার অনুভুতি ও ভবিষ্যৎ ভাবনা ব্যক্ত করেন। 8,622,338 total views, 1,890 views today |
|
|
|