Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা প্রতিনিধি: “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” প্রতিপাদ্য আলোকে শ্যামনগর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এর নেতৃত্বে- মাদকদ্রব্য বিরোধী, বাল্য বিবাহ বিরোধী, ইভটিজিং বিরোধী, নারী ও শিশু পাচার বিরোধী ও নারী ও শিশু অপহরণ বিরোধী এসব বিষয়ে লিখিত ব্যানার সামনে নিয়ে “পুলিশ-ই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগানে এক বর্ণাঢ্য র‌্যালি থানা থেকে শুরু হয়।

শ্যামনগর সদরের সকল প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্যামনগর সদর মোড়ে প্রধান সড়কের উপর সমবেশে মিলিত হয়। সমবেশে অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এসএম আফজালুল হক, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক জিএম মনসুর আলম, নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version