Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটা সমবায় সমিতি থেকে ৪৩ লক্ষ টাকা আত্মসাত প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : পাটকেলঘাটায় লাল সবুজ নামের একটি ঋণদান সমিতি থেকে ৪৩ লক্ষ টাকা আত্মসাতকারী সমিতির সাবেক ক্যাশিয়ার মশিউর আলম সুমনের বিরুদ্ধে মানব বন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে লাল সবুজ সমিতির সহ সভাপতি শংকর কুমার দাশের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাসের পরিচালনায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তারা বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী, ছাত্রলীগ নেতা মাসুম, ঘের ব্যবসায়ী আক্তারুল ইসলাম, মিন্টু দাশ, জবেদা বেগম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম রেজা, ব্যবসায়ী আবির হোসেন, ভবতোষ তরফদার, যুবলীগ নেতা আবু সাঈদ, সমিতির সদস্য বাবলু ঘোষ, অমিত দাশ সহ সমিতির গ্রাহকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন মশিউর আলম সুমন লাল সমিতির হিসাব রক্ষক থাকাকালীন সমিতির ৪৩ লক্ষ টাকা আত্মসাত করে পালিয়ে ছিলেন। তিনি তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন প্রতিটি ইউনিয়নে কমিটি বাণিজ্য, ঘের দখল সহ একাধিক অপকর্মের সাথে জড়িত ছিলেন বলে বক্তারা বলেন। ইতোমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় তার অপকর্মের সংবাদ প্রকাশিত হলে মশিউর আলম সুমনকে জেলা ছাত্রলীগ, তালা উপজেলা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। ইতিমধ্যে এ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গ্রামবাসী সহ একাধিক ব্যক্তি ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। বক্তারা মশিউর আলম সুমনের এহেন কর্মকান্ডের জন্য তার দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version