অক্টোবর ৯, ২০২১
নব জীবনে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ছানি অপারেশন’র উদ্বোধন
নব জীবন এর উদ্যোগে এবং নভো জীবন, ইউকে এর আর্থিক সহযোগীতায় গত ০৭ অক্টোবর ২০২১ নব জীবন সেন্টারে ওপেন ইওর আইস থ্রু ক্যাটারাক্ট সার্জারী প্রোজেক্ট এর উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নব জীবন এর নির্বাহী পরিচালক জনাব তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানী রোগী বাছাই ও অপারেশনযোগ্য রোগীদেরকে ছানি অপারেশনের জন্য খুলনায় প্রেরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৃষ্টি মানুষের জন্মগত অধিকার। দৃষ্টি না থাকলে মানুষ যে কত অসহায় তা একমাত্র সেই বলতে পারে যার দৃষ্টি নাই। নব জীবন এর বিশেষ উদ্যোগ এর কারণে তিনি নব জীবন এর ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে যেন নব জীবন এইভাবে মানুষের পাশে থাকতে পারে সেই ব্যাপারে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত, নব জীবন কার্য নির্বাহী কমিটির সভাপতি জনাব শামসুল আলম খান, নব জীবন কার্য নির্বাহী কমিটির সহ সভাপতি, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সদস্য জনাব জোৎ¯œা আরা, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক জনাব আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, নব জীবন কার্য নির্বাহী কমিটির কার্যকরী সদস্য ও সাবেক ফিফা রেফারী জনাব মোঃ তৈয়েব হাসান সামসুজ্জামান এবং রোটারিয়ান মোঃ ফারুকুল ইসলাম। অতিথিবৃন্দ চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নব জীবন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মল্লিক মোস্তফা নাহিদ হাসান। 8,402,320 total views, 739 views today |
|
|
|