অক্টোবর ১, ২০২১
তালায় ১শ’ দলিত শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
তালা প্রতিনিধি: সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১শ’ জন মেধাবী ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা বৃত্তি প্রদান উদ্বোধন করেন। তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র অর্থায়নে, বেসরকারি সংস্থা দলিত’র শিক্ষা প্রকল্পের আওতায় উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দলিত প্রকল্প ব্যবস্থাপক ধরা দেবী দাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি। দলিত’র সিডিও চিন্তা রানী দাশের পরিচালনায় অন্যান্যের মধ্যে দলিত’র প্রোগ্রাম অফিসার নেপাল দাশ, সীমা রানী দাস, বিপ্লব মন্ডল, বিপ্লব দাস, দলিত এর প্রকল্প উপকারভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রভাতী দাস এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রভাতী দাস প্রমুখ বক্তৃতা করেন। এসময় দলিত এর উপকারভোগী ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভায় তালা ও পাইকগাছা উপজেলার ১শ’ জন উপকারভোগী ছাত্রীকে মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর অধিকার রক্ষা, বর্ণ বৈষম্য রোধ, মেয়েদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেয়া সহ নানান বিষয়য়ে আলোচনা সভায়। সভা শেষে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 8,406,096 total views, 4,515 views today |
|
|
|