তালা প্রতিনিধি: সবার জন্য সবসময়- ¯েøাগানকে সামনে রেখে ইসলামী শরিয়াহ নীতি অনুযায়ী পরিচালতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর তালা উপশাখা’র কার্যক্রম উদ্বোধন হয়েছে। তালা উপশহরের মেলা বাজার এলাকার পাড় মার্কেটের দ্বিতীয় তলায় সোমবার (২৫ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়।
পাটকেলঘাটা, সাতক্ষীরা শাখার অধিনে তালা উপশাখার উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর পাটকেলঘাটা ব্রাঞ্চ ম্যানেজার মো. জাফর ইকবাল।
অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে উদ্বোধন ঘোষনা করেন সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মো. আলী।
তালা উপশাখা ইনচার্জ মো. ইয়াছির আরাফাত’র পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জনতা ব্যাংক লি. তালা শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সবুর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার, তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, সাধারণ সম্পাদক সূর্য্যকান্ত পাল, মিনিস্টার গ্রæপের ডিভিশনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কাজী আনোয়ার হোসেন আনু, আব্দুল জলিল ও সরদার নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ব্যাংকের সাফলতা কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদ’র পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো. তাওহিদুর রহমান। এসময় ব্যাংকার, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কৃষক সহ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
তালায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর উপশাখা উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/