অক্টোবর ৮, ২০২১
খায়রুল বাসার সাহিত্য-পাঠ ও সংগ্রহশালার গ্রন্থ-পাঠ বৃত্তি-২০২১ সম্মাননা প্রদান
শুভ হালদার : সাতক্ষীরার পলাশপোলে খায়রুল বাসার সাহিত্য-পাঠ ও সংগ্রহশালার আয়োজনে সাহিত্য-পাঠ বৃত্তি কর্মসূচিতে অংশগ্রহণকারী পাঠকগণকে গ্রন্থ-পাঠ বৃত্তি-২০২১ সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (০৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় খায়রুল বাসার সাহিত্য-পাঠ ও সংগ্রহশালার লাইব্রেরি কক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ। সম্মানিত অতিথি প্রোফেসর ভূধর চন্দ্র সরকার, ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মো: শহিদুল ইসলাম। শাপলাকুড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা রেশমা খাতুন ঝাউডাঙ্গা কলেজের ভাইস প্রিন্সিপাল ড. গোপাল চন্দ্র সরদারের সভাপতিত্বে সানজানা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খায়রুল বাসার সাহিত্য-পাঠ ও সংগ্রহশালার পরিচালক শাহরিয়ার বাসার। এছাড়াও অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। এরপর বৃত্তিমূলক পাঠচক্রে অংশগ্রহণকারীদের মধ্যে বৃত্তির অর্থ, সনদপত্র এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করেন মো. ইসারাত হোসেন, মাষরুর মারিয়া তিশা, জেরিন মারজান, এবং সানজানা পারভিন। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে লেখক খায়রুল বাসার তার নিজের লেখা ৬ টি উপন্যাস উপহার দেন। 8,402,301 total views, 720 views today |
|
|
|