অক্টোবর ১৩, ২০২১
কালিগঞ্জে ভূমি অফিসে দালাল ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের জেল
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসে পুলিশের অভিযানে জমিন উল্লাহ কারিকর (৪০) নামে এক দালালকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকার জামাত আলীর ছেলে। প্রতাক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন যাবত ভূমি কর্মকর্তা না থাকায় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ভূমি অফিসে নামজারিসহ জমি-জমা সংক্রান্ত কাজে গেলে ভোগান্তির স্বীকার হতে হয় সাধারণ মানুষদের। সেই সুযোগে দালাল চক্র বেপরোয়া হয়ে ওঠে। ওই চক্র ভূমি অফিসের প্রধান সহকারি নজরুল ইসলামসহ অফিসের স্টাফদের ম্যানেজ করে চালাচ্ছিলো জম-জমাট ঘুষ বাণিজ্য। এসব অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ-পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। ওই সময়ে বিভিন্ন কাগজপত্রসহ দালাল জমিন উল্লাহকে আটক করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্র্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমিন উল্লাহকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 8,628,103 total views, 7,653 views today |
|
|
|