Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় সাইফুল মোল্লা (২৩) নামে আরও এক শ্রমিক আহত হয়।
নিহত মিজানুর রহমান কয়রা উপজেলার মহেশ্বরপুর ইউনিয়নের চৌকুনি গ্রামের আব্দুল গাজীর ছেলে। আহত সাইফুল একই এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে।

আহত সাইফুল ইসলাম জানান, তারা প্রায় দুই মাস যাবত কালিগঞ্জ টু বাঁশতলা সড়কে নির্মাণ কাজ করছিলেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে তিনিসহ ৫ জন শ্রমিক টেওরপাড়া ব্রিজ এলাকায় রাস্তায় চেইন পাইলিংয়ের কাজ করার সময় পাইলিংয়ের কাজে ব্যবহৃত লোহার রড বিদ্যুৎতের মেইন লাইনের তারে স্পর্শ হয়। ওই সময়ে ঘটনাস্থলে তিনিসহ মিজানুর গুরুতর আহত হন।

তাৎক্ষণিক পাশে থাকা অন্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। সরেজমিনে সন্ধ্যার দিকে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। তবে তার দেহে কোন বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন পাওয়া যায়নি।
আহত সাইফুল ইসলামকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আশিষ কুমার ঘোষ হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মৃতদেহের শরীরে বিদ্যুৎস্পৃষ্টের কোন চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য বুধবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version