অক্টোবর ১২, ২০২১
কালিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক আটক
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে মামুন আর রশিদ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই সময়ে ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহৃত একটি পালসার (সাতক্ষীরা-ল- ১১-৬০৩৯) মোটরসাইকেল, একটি ওয়ান গিয়ার চাকু, একটি হাসুয়া ও একটি গ্রিল কাটার যন্ত্র জব্দ করা হয়।
আটককৃত ওই যুবক শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের হামিদ গাজীর ছেলে। ওই সময়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ৮/১০ ডাকাত সদস্য দিকবিদিক ছুটে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ডাকাত গ্রæপের অন্যতম সদস্য মামুন আর রশিদকে আটক করা হয়। তার কাছ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, একটি ওয়ান গিয়ার চাকু, একটি হাসুয়া ও একটি গ্রিল কাটার যন্ত্র জব্দ করা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১ টার দিকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 8,401,917 total views, 336 views today |
|
|
|