অক্টোবর ৩০, ২০২১
কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে নৌকার প্রার্থীর বাড়িতে বোমা হামলার অভিযোগ!
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রাণী অধিকারির বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীর তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। তারা হলেন কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার লিয়াকাত শেখ’র ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন হোসেন (৩২), একই এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে শেখ নাজমুল ইসলাম (২৩) ও শেখ আব্দুর রশিদের ছেলে শেখ মিলন হোসেন (৩৬)। কৃষ্ণনগর ইউনিয়নের নৌকার প্রার্থী শ্যামলী রাণী অধিকারি জানান, আগামি ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী। তবে দলীয় প্রার্থী হওয়ার পর থেকে আমার প্রতিপক্ষ গ্রæপ আমাকে নিয়ে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আমার বাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। ওই সময়ে আমিসহ আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করি। তখন স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময়ে ঘটনাস্থল থেকে একটি ম্যানি ব্যাগ উদ্ধার করে পুলিশ। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবরটি শুনে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। 8,566,665 total views, 5,370 views today |
|
|
|