অক্টোবর ২৭, ২০২১
কলারোয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ সম্পন্ন
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরা কলারোয়ার ১০টি ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান সদস্যদের আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যলয়ে ১০ জন ইউপি চেয়ারম্যানদের শপথ পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির ও বিকালে কলারোয়া উপজেলা হলরুমে সাধারণ সংরক্ষিত আসনের ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টুসহ প্রশাসনিক রাজনৈতিক ব্যক্তি বর্গ। কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বলেন, গত ২০ সেপ্টেম্বর কলারোয়ার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে নির্বাচিত হওয়া ১০ জন নব নির্বাচিত চেয়ারম্যান ও ৯০ জন সাধারণ আসনে ইউপি সদস্য ও সংরক্ষিত মহীলা আসনের সোনাবাড়িয়া ইউনিয়নের একটি সর্বভোট পাওয়া ওয়ার্ড পরবর্তীতে শপথ গ্রহণ হবে এছাড়া ২৯ জন শপথ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণ করা নব নির্বাচিত ইউ চেয়ারম্যানরা হলেন, ১নং জয়নগর ইউনিয়নে অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিশাখা রানী সাহা, ২নং জালালাবাদ ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান নিশান, ৩নং কয়লা ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ সোহেল রানা, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন হাবিল , ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বেনজীর হোসেন হেলাল, ৭নং চন্দনপুর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডালিম হোসেন, ৯নং হেলাতলা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন, ১১ নং দেয়াড়া ইউনিয়নে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান মফে এবং ১২নং যুগিখালি ইউনিয়নে নৌকার প্রার্থী রবিউল হাসান। 8,602,362 total views, 10,241 views today |
|
|
|