বাপ্পী সরকার, চাম্পাফুল প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের হাওড়া নদীর উপরে ব্রিজটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবৎ ঝুঁকিতে থাকা অবস্থায় শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, সাতক্ষীরা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও উপজেলার সাথে যোগাযোগ রক্ষাকারী সড়কের উপর এ ব্রিজের অবস্থান। ভারী যানবাহন, ইটের পিকআপ, ভ্যান, ট্রাক, পণ্য বহনকারী যান এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করে। রবিবার (১০অক্টোবর) দুপুর ১ টার দিকে চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজার সংলগ্ন হাওড়া নদীর উপরের ব্রিজটির উত্তর দিকের একটি অংশ ভেঙে পড়েছে।
বর্তমানে ব্রিজটির উত্তর দিকে ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাছাড়া ব্রিজের তলার অংশ ড্যামেজ হয়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে বলে জনসাধারণের ধারনা। চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, তাৎক্ষণিকভাবে ভারী যান চলাচল বন্ধ করতে লাল পতাকা টানিয়ে সংকেত দেওয়া হয়েছে এবং দ্রæত ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।