আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনা খরচে সপ্তাহে ৩দিন সিজারিয়ান অপারেশ কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে। নানাবিধ সমস্যার কারণে এখানে সিজারিয়ান অপারেশন করা বন্দ ছিল। বিশেষ করে বিভিন্ন সময়ে অ্যানেসথেসিয়া ডাক্তার না থাকায় এ কার্যক্রমের বিঘœতা সৃষ্টি হয়। বর্তমানে অ্যানেসথেসিয়া ডাক্তার নিয়োগ হওয়ায় এ কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের ঐকান্তিক আগ্রহে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন থেকে সপ্তাহে তিন দিন (রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার) সম্পূর্ণ বিনা খরচে প্রথম সিজারিয়ান অপারেশন (২য় সিজার নয়) করা হবে। ইউএইচএ ডাঃ সুদেষ্ণা সরকার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেছেন।