অক্টোবর ২৬, ২০২১
আশাশুনি শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি হোসেন আহ্বায়ক ও হারুন সদস্য সচিব
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ অক্টোবর’২০২১ তারিখে সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক স্বাক্ষরিত এক পত্রে আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিক লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে একই তারিখে সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক স্বাক্ষরিত অপর একটি পত্রে ২৪ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এস.এম হোসেনুজ্জামান হোসেন (আশাশুনি সদর), যুগ্ম-আহŸায়ক আলমগীর হোসেন (আশাশুনি সদর) ও আক্তার হোসেন শাহীন (শোভনালী), সদস্য সচিব মটর শ্রমিক নেতা হারুন অর রশিদ (বুধহাটা) এবং সদস্য মনোনীত হয়েছেন নজরুল ইসলাম সরদার (আশাশুনি সদর), কামাল হোসেন (আনুলিয়া), কামরুজ্জামান (আশাশুনি সদর), খলিলুর রহমান (শ্রীউলা), সালাহউদ্দীন (দরগাহপুর), আব্দুল মজিদ (কাদাকাটি), ফুলবারী সরদার (আশাশুনি সদর), মঞ্জুরুল ইসলাম নান্টু (প্রতাপনগর), ফারুক হোসেন সানা (বড়দল), বাবুরাম সানা (আশাশুনি সদর), মফিজুল ইসলাম (আশাশুনি সদর), সঞ্জয় মন্ডল (দরগাহপুর), ইঞ্জিঃ হিমেল (আশাশুনি সদর), গৌরপদ মন্ডল (ধান্যহাটী), ওসমান গাজী (ধান্যহাটী), কিনারুল ইসলাম (আশাশুনি সদর), প্রসেনজিৎ মন্ডল, (আশাশুনি সদর), বিল্লাল হোসেন গাজী (দূর্গাপুর), পিযুষ কুমার মন্ডল (আশাশুনি সদর) ও বারেক গাজী (কেয়ারগাতী)। উপরোক্ত সম্মেলন প্রস্তুত কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। ব্যর্থতায় কমিটি বিলুপ্ত হয়ে যাবে। এদিকে নতুন কমিটি ঘোষণা দেওয়ায় জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার বিকালে আশাশুনি বাজারে বিশাল এক শুভেচ্ছা মিছিল করেছে শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হোসেনুজ্জামানের হোসেন এর সমর্থকরা। মিছিলটি থানা চত্বর থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। 8,645,400 total views, 1,752 views today |
|
|
|