আশাশুনি প্রতিনিধি: মুজিব শতবর্ষ-২০২০ উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনা পানি কেন্দ্র পাইকগাছা ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিকের সেবা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার (১২ অক্টোবর) আশাশুনি ও কালিগঞ্জে সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী সেবা কার্যক্রমের আওতায় চাষিদের ঘেরের পানির গুণগত মান পর্যবেক্ষণ, মাছের/চিংড়ির রোগ সম্পর্কীয় তথ্য ও প্রতিকার, মাছের/চিংড়ির খাদ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শ, মাছ/চিংড়ি চাষ সম্পর্কে পরামর্শ প্রদান, সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।
লোনা পানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাশমী সাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, রিয়াজ মোর্শেদ রনজু ও আবু নাছের কার্যক্রম পরিচালনা করেন। ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক এর মাধ্যমে সেবা কার্যক্রম এর জন্য কেন্দ্রের বিজ্ঞানীদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন, লোনাপানি কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলাম, পিএসও (আ.ব্য)।