Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে হামলা সংঘর্ষে আহত চার

আহসান উল্লাহ বাবলু , আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামে একদল উঠতি যুবক গ্যাং এর ঘণ্টা ব্যাপী তান্ডব ও হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছে। শনিবার ১৬ অক্টোবর সকালে ওই গ্রামের সােহরাব গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মুমুর্ষ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা সংঘটিত হওয়ার পরে ঐ সকল ব্যক্তিদের হুমকি-ধামকিতে সোহরাবের পরিবার বাড়ি ফিরতে পারছে না। তথ্য অনুসন্ধানে জানা গেছে শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী,নাছিমাবাদ, লাঙ্গলদাড়ীয়া ও বকচর গ্রামের উঠতি বয়সের একদল যুবক গ্যাং গত ১০ দিন ধরে হিজলিয়া গ্রামের ইলা বস্ক এর স্টল দোকানে তাদের মিশন বাস্তবায়ন করার জন্য আসতে শুরু করে।

যুবক গাঙ্গর সদস্যরা হলেন নাছিমাবাদ গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে আজিজ ওরফে পল্টু, লাঙ্গলদাড়িয়া গ্রামের মিজানুর রহমান ও তার ছেলে ইব্রাহিম, কলিমাখালী গ্রামের এরমানের ছেলে উজ্জল, বকচর গ্রামের হাফিজুলের ছেলে সহ ৮/১০ জনের এই চক্রটি নেশাগ্রস্ত হয়ে ওই গ্রামের স্কুল পড়–য়া মেয়েদের উত্ত্যক্ত করা সহ বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে থাকে। তাদের এ জঘন্য কর্মকান্ডে হিজলিয়া গ্রামের সোহরাব গাজীর মেয়ে খুশি (১৭) ঘটনার আগের দিন অর্থাৎ ১৫ অক্টােবর তাদের কথার প্রতিবাদ করে। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে পরের দিন সকাল ১০টার দিকে খুশিক তুলে নিয়ে যাওয়ার জন্য তার বাড়ির মধ্য প্রবেশ করে তাকে চুলির মুঠি ধরে ঘরের বাহিরে নিয়ে আসে। এসময় তার ভাই কবীর তাদের বাধা দিলে তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। খুশির মা রাজিয়া খাতুন সহ বাড়ির সকলে মিলে তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মেরে রক্তাক্ত জখম করে । পরে তাদের চিৎকারে ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সিদ্দিক গাজী ও গ্রাম পুলিশ রহমত আলী ঘটনাস্থলে ছুটে আসলে তাদেরকেও ওই যুবক গ্যাং এর সদস্যরা মারতে উদ্যত হয়। এরপর গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছালে ওই কিশোরের সদস্যরা দ্রæত ঘটনাস্থল থেকে সরে পড়ে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version