আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মেরি কালচার ও উপক‚লীয় মাছ চাষ বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন মৎস্য চাষী অংশ নিয়েছেন।
প্রশিক্ষণ প্রদান করছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার রতœা সাহা ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপক‚লীয় এলাকার মৎস্য সম্পদের গুরুত্ব ও ব্যবস্থাপনা, ভেটকি চাষ ব্যবস্থাপনা এবং উন্নত পদ্ধতিতে বাগদা চিংড়ী চাষ বিষয়ক আলোচনা করা হয়।