Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বিট পুলিশিং সমাবেশ ও বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সমাবেশ ও বৃক্ষ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশাশুনি থানা পুলিশের সহযোগিতায় দৈনিক সাতনদী ও আজিজ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী। নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদককে রুখে দিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে জনগণের মধ্যে বিট পুলিশিং কার্যক্রমের প্রয়োজনীয়তা ও জনসেবায় পুলিশের ভূমিকা নিয়ে বক্তারা দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। জয়বায়ু পরিবর্তনে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই তাই আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্কুলের খুদে শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষ বিতরণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version