তালা প্রতিনিধি: খুলনা শহীদ শেক আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা’ রহিমা বেগমকে দেখে বাড়ি ফেরা হলোনা সন্তান সৈয়দ তরিকুল ইসলাম (৩২)এর। সোমবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এক মর্মান্তিক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত তিনি। নিহত সৈয়দ তরিকুল ইসলাম তালা সদরের মরহুম সৈয়দ সিরাজুল ইসলামের ছোট ছেলে। সৈয়দ সিরাজুল ইসলাম ২০০৩ সালের ২৫ ডিসেম্বর খুলনা সার্জ্যকিাল ক্লিনিকের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে তরিকুলের মা রহিমা বেগম চিকিৎসাধীন রয়েছেন। সৈয়দ তরিকুল ইসলাম প্রায় তার মাকে দেখাভাল করার জন্য তালা থেকে খুলনা যেতেন। অন্যদিনের ন্যায় সোমবার মাকে দেখে মটরসাইকেলে ফেরার সময় ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তা এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে নিহত হন তরিকুল ইসলাম। দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও জনতা ঘাতক ট্রাককে আটক করে। পরে, ডুমুরিয়া ফায়ার সার্ভিস কর্মীরা তরিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মঙ্গলবার দুুপরে নিহত তরিকুলের মৃতদেহ তালায় নিয়ে আসলে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত তরিকুল ইসলাম তালার জনপ্রিয় ফুটবলার। সে উপজেলা ফুটবল দলের নিয়োমিত গোল কিপার। এছাড়া ক্রিকেট খেলাতেও তিনি বেশ দক্ষ। তরিকুল ইসলাম’র স্ত্রী সহ তানিশা (৯) নামের এক কন্যা সন্তান রয়েছে। এদিন বিকালে তালা উপজেলা পরিষদ চত্বরে প্রথম দফা জানাজা নামাজ শেষে উপজেলার আটারই গ্রামের বাড়িতে দ্বিতীয় দফা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে বেদনা বিধুর পরিবেশে দাফন করা হয়।