অক্টোবর ২১, ২০২১
সড়ক দূর্ঘটনায় খাজরার মৎস্য ব্যবসায়ী নিহত
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাজরা গ্রামের মৎস্য ব্যবসায়ী খলিল গাজী মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ড্রাইভার মোবারক সরদার। ড্রাইভার মোবারক সরদার জানান,আমরা মহেশ^রকাটি থেকে মাছ বিক্রি করে ফেরার পথে আশাশুনি-বড়দল সড়কের গোয়ালডাঙ্গার ফকরাবাদ ঈদগাহ সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা গাড়ী ক্রস করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। মটর সাইকেল থেকে খলিল গাজী ছিটকে পড়ে পাশের সাইড ওয়ালে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এঘটনায় মটর ড্রাইভার মোবারক সরদারও মারাত্বক জখম হয়ে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়। 8,982,356 total views, 8,608 views today |
|
|
|