নিজস্ব প্রতিনিধি: ‘শেখ রাসেল দিপ্ত জয়োল্লাস-অদম্য আত্মবিশ্বাস ¯েøাগানে শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক আবু সাঈদ, আনিছুর রহমান, রবিউল ইসলাম, শেখ তাজুর রহমান, হারাধান কুমার, ফাতেমা নাসরিন, মামুন অর রশীদ, মো. হাবিবুল্লাহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রবিউল ইসলাম তুহিন।