ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শনিবার (০৯ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তৃতীয় দিনের মতো স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শুরু হয় এবং শেষ হয় রাত ১০টার দিকে। ওই সভায় খুলনা বিভাগে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ১৩৩ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়।
এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন, ১নং বাশদহ ইউনিয়নে মো. মফিজুর রহমান, ২নং কুশখালী ইউনিয়নে মো. তাজুল ইসলাম, ৩নং বৈকারি ইউনিয়নে মো. আসাদুজ্জামান অসলে, ৪নং ঘোনা ইউনিয়নে মো. ফজলুর রহমান, ৫নং শিবপুর ইউনিয়নে শওকত আলী, ৬নং ভোমরা ইউনিয়নে শহিদুল ইসলাম, ৭নং ধুলিহর ইউনিয়নে মো. মিজানুর রহমান, ৮নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে মো. আলাউদ্দিন, ৯নং আগরদাড়ি ইউনিয়নে মো. মইনুল ইসলাম, ১০নং ঝাউডাঙ্গা ইউনিয়নে আজমল হোসেন, ১১নং বল্লী ইউনিয়নে বজলুর রহমান, ১২নং ফিংড়ি ইউনিয়নে শামসুর রহমান ও ১৩নং লাবসা ইউনিয়নে মো. নজরুল ইসলাম। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন মনোনয়নের তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের আট বিভাগে ৮৪৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। সেই নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী বাছাই করছে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিয়নগুলোতে প্রার্থী চূড়ান্ত করা হয়। শুক্রবার বরিশাল বিভাগের ৪৮ ইউনিয়নের প্রার্থী চুড়ান্ত হয়।
তবে এবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ত্রাণ চুরির অভিযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যেসব চেয়ারম্যান বা নেতার বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ রয়েছে তাঁদের এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। তাঁদের বদলে এবার তরুণ আওয়ামী লীগ নেতা কিংবা সহযোগী সংগঠনের নেতাদের মনোনয়ন দেওয়া হচ্ছে। শনিবার এমন নীতি নিয়ে খুলনা বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।