অক্টোবর ৩০, ২০২১
সাতক্ষীরায় শারদীয় দুর্গোৎসব পরবর্তী পূজা পুর্নমিলনী উপলক্ষে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শারদীয় দুর্গোৎসব পরবর্তী পূজা পুর্নমিলনী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে শনিবার দুপুরে শহরের তুফান করভেনশন সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদের সভাপতি বিশ^জিত সাধু, সাধারন সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ। এ সময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাধারন জনগনের মাঝে দর্শক সারিতে বসেন এবং অতিথিদের বক্তব্য শুনার পর তিনি বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে হিন্দু-মুসলিম সবাই উৎসবে আনন্দে মিলে মিশে বসবাস করে থাকেন। এখানে সম্প্রীতি এক ধর্মের সাথে অন্য ধর্মের না, সম্প্রীতি মানুষের সাথে মানুষের। বক্তারা আরো বলেন, “সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অদম্য এক যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। শারদীয় দুর্গা পূজা শেষে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মনোবল অটুট রাখতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তার এই আয়োজন অনন্য উজ¦ল দৃষ্টান্ত। মতবিনিময় শেষে পরে সেখানে এক মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা.আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, এ্যাড. স.ম গোলাম মোস্তফা, আর টিভির জেলা প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন প্রমুখ। এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, সনাতন ধর্মালম্বী নেতাসহ সনাতন ধর্মী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম। 8,971,664 total views, 3,346 views today |
|
|
|