“নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি”। এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগীতায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপত্বিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, জেলা স্যানিটেশন টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম, ব্র্যাক ওয়াশ কর্মসূচির সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক মো: দেলোয়ার হোসেন ও কর্মসূচি সমন্বয়কারী হাফিজুর রহমান প্রমুখ। (বিজ্ঞপ্তি)।