অক্টোবর ৯, ২০২১
সাতক্ষীরার ১২২টি পূজা মন্ডপে প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষে সাতক্ষীরার ১২২টি পুজা মন্ডপে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুদানের চেক বিতরণ করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম সাতক্ষীরার সহকারী প্রকল্প পরিচালক শ্রী অপূর্ব আদিত্যের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী শ্যামল সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা, সুব্রত ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শ্রী বিশ^জিৎ সাধু, তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা রাণী সাহাসহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম সাতক্ষীরার পরিদর্শক মিন্টু হালদার।
8,404,873 total views, 3,292 views today |
|
|
|