অক্টোবর ৩০, ২০২১
শ্যামনগর থেকে ইজিবাইক ছিনতাই চক্রের ৪ সদস্য র্যাবের হাতে গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি : ইজিবাইক ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তারকৃত ইজিবাইক ছিনতাই চক্রের সদস্যরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম-দক্ষিণ আটুলিয়া এলাকার রহিম ঢালীর ছেলে মো. রুবেল ঢালী (২০), একই এলাকার মো. আঃ গফুর মোল্লার ছেলে মো. কামরুজ্জামান মোল্লা (২৫), মো. আব্দুর গফুর ঢালীর ছেলে মো. নয়ন ঢালী (২৭) ও মো. শফিকুল গাজীর ছেলে মো. আনিছুর রহমান গাজী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আটুলিয়া ইউনিয়নের বড়কুপট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ছিনাতাই হওয়া ইজিবাইকসহ ভিক্টিম ইজিবাইক চালক শাহিনুর রহমানকে উদ্ধার করে র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর সদস্যরা। র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 8,982,329 total views, 8,581 views today |
|
|
|