অক্টোবর ২৯, ২০২১
শপথ গ্রহণ যাত্রায় গরুর গাড়ি: প্রশংসায় ভাসল হেলাতলা ইউপি
ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা: গ্রামীণ মাটি মানুষের ঐতিহ্য পরিচিত বাহন গরুর গাড়িতে চড়ে এসে শপথ নিয়েছেন সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ার্ড সদস্যরা। গত বুধবার বিকালে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য গরুর গাড়িতে চড়ে এক সাথে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা। কলারোয়া উপজেলা প্রশাসন এ শপথ গ্রহণের আয়োজন করে। এদিকে শফত গ্রহণ যাত্রায় গরুর গাড়ী ব্যবহার করায় উপজেলা বাসির প্রশংসায় ভাসছেন হেলাতলা ইউপির নির্বাচিত সকল সদস্যরা। উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, উপজেলা পরিষদ মিলনায়তনে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে নির্বাচন অনুষ্ঠিত হয় ২০ সেপ্টেম্বর নির্বাচনের দিন ৫ নং কেড়াগাছি ইউনিয়নে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে এ ইউনিয়নে ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন৷সুষ্টু নির্বাচন হওয়া অন্য ৯টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের বিকেল চারটায় শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ইউপি সদস্যদের শপথ পাঠ করান। এ সময় প্রধান অতিথি হিসেবে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুখু , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির কলারোয়া উপজেলার নবনির্বাচিত ৯জন চেয়ারম্যানকে শপথ পাঠ করান। চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, তাঁর শপথ অনুষ্ঠান হয়েছে সাতক্ষীরার জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে সেখানে ইউপি সদস্যদের যাওয়ার সুযোগ ছিল না। সদস্যদের শপথ অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখার জন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ‘গরুর গাড়ি হচ্ছে আমাদের গ্রামবাংলার মাটি মানুষের ঐতিহ্য একসময় গ্রামের প্রধান বাহন ছিল গরুর গাড়ি। গ্রামের অবস্থাপন্ন বাড়ির নারীসহ মাতবররা ছইতোলা গরুর গাড়িতে করে যাতায়াত করতেন।’ ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ইউপি সদস্যদের দায়িত্ব বুঝে নেওয়ার আগে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে নিয়ে আসার মাধ্যমে মানুষের সঙ্গে নিবিড় হওয়ার চেষ্টা করা হয়েছে। সদস্যরা যাতে আগামী দিনগুলোতে মানুষের পাশে থাকেন মানুষের যেকোনো সমস্যায় তাঁরা ব্যথিত হন, পাশে দাঁড়ান।’ 9,024,051 total views, 599 views today |
|
|
|