রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা ও নবজীবনের ফ্রি চক্ষু সিবির অনুষ্ঠিত। বৃহস্পতিবার ৭ অক্টোবর সকাল ৯টা থেকে নবজীবন ইনিস্টিউটের মাঠে উক্ত প্রতিষ্ঠানের যৌর্থ আয়োজনে ও রোটার্যাক্ট ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র সার্বিক সহযোগিতায় খুলনা শিরোনামনীর অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ৭২৮ জন চক্ষু রোগির ফ্রি সেবা দেওয়া হয়। এছাড়া সকল ছানি রোগিদের ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র প্রেসিডেন্ট ও নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মোঃ হুসাইন সাফায়াত। এসময় আরও উপস্থিত ছিলেন নবজীবনের সভাপতি শামসুল আলম খান, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সহ-সভাপতি রোটাঃ জোসনা আরা, অধ্যক্ষ রোটাঃ রফিকুল ইসলাম,নবজীবনের নির্বাহী সদস্য তোয়েব হাসান, প্রজেক্ট কো- অডিনেটর নাহিদ হাসান। রোটারিয়ান ফারুকুল ইসলাম, আবু মুছা,আসাদুজ্জামান, কামরুজ্জামান বুলু, আব্দুস সোহবান, শাহাদাত হোসেন, নূরুল হক, রোটার্যাক্ট ক্লাব অব রয়েল সাতক্ষীরার চার্টার প্রেসিডেন্ট ও আইপিপি আরিফুজ্জামান আপন, প্রেসিডেন্ট ইলেক্ট শিরিন আক্তার, জয়েন্ট সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, রোঃ গোলাম হোসেন, সোহানুর রহমান, প্রান্ত প্রমুখ। (প্রস বিজ্ঞপ্তি)।