আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সর্ব দক্ষিনে সুন্দরবনের উপকূল ঘেঁষে অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত ছাত্রের নাম তৌফিকুর রহমান। সে পার্শেখালী গ্রামের জি এম নুর হোসেনের ছেলে। স্কুলের কম্পিউটার শিক্ষক তৌহিদুর রহমান জানান, ২৮শে অক্টোবর (বৃহস্পতিবার) স্কুল চলাকালীন সময় ছেলেটি অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়। চিকিৎসক করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ হয়। বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। শিক্ষক ও আত্মীয়-স্বজনের মাধ্যমে জানা যায় বর্তমানে সে স্থিতিশীল অবস্থায় আছে।
এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়াজ্জেম হোসেন বলেন, যে ছাত্রটি করোনা আক্রান্ত হয়েছে তার বাবা আমার স্কুলের সহকারী শিক্ষক। আপাতত সুস্থ না হওয়া পর্যন্ত তাদের স্কুলে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘদিন পরে হঠাৎ করোনার আঘাতে চিন্তিত উক্ত শ্রেণীসহ বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।