Site icon suprovatsatkhira.com

মুন্সীগঞ্জে টিকা নিতে এসে হাতের আঙুল হারাতে হয়েছে বৃদ্ধার

জি এম মাছুম বিল্লাহ: শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে টিকা নিতে এসে হাতে আঙুল হারাতে বসেছে বৃদ্ধা। ২৯ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় যতিন্দ্রনগর গ্রামের মৃত্যু হোসেন আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা টিকা নিতে আসেন ইউনিয়ন পরিষদে। পরিষদে নিয়ম শৃঙ্খলার বাইরে টিকা কার্যক্রম চলতে থাকে। টিকার কাগজ হাতে নিয়ে চলতে চলতে ভিড়ের মধ্যে পড়ে যায় বৃদ্ধা।

ঠেলাঠেলির এক পর্যায়ে দরজার কাছে পৌঁছানো মাত্রই হাতের আঙ্গুল দরজার মধ্যে চলে যায় এবং ভিড়ের কারণে ভিতরে থাকা ব্যক্তিরা দরজা বন্ধ করে দেয়। পরে চিৎকার করেও ভিতর থেকে যখন দরজা না খোলে তখন স্থানীয় জনগণ দরজায় লাথি দিয়ে দরজা খোলে। রক্তাক্ত অবস্থায় মহিলাকে শ্যামনগর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসা করেন এবং তার ডান হাতের অনামিকা ও মধ্যমা আঙ্গুল আসংখ্যা জনক বলে জানান। ইউনিয়ন পরিষদের টিকা কার্যক্রমে অনিয়মে হতাশা প্রকাশ করেছেন টিকা নিতে আসা সাধারণ মানুষরা।
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসলে উনার হাতে মারাত্মক জখম হয়েছে। আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব। এটা দুর্ঘটনা মানুষের ধৈর্যের অভাবের কারণে এটি ঘটেছে বলে তিনি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version