অক্টোবর ২৬, ২০২১
মুন্সীগঞ্জে কাঁকড়া প্রকল্পে বিষ প্রয়োগে তিন লক্ষ টাকার ক্ষতি
জি এম মাছুম বিল্লাহ: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামে রাশিদুলের কাঁকড়া প্রকল্পে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। প্রকল্প মালিক রাশিদুল ইসলামের দাবি পূর্ব শত্রুতার জের ধরে তাকে নিঃস্ব করার উদ্দেশ্য নিয়ে রাতের আধাঁরে বিষ দিয়ে প্রায় তিনলক্ষ টাকার কাঁকড়া ও মাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে রাশিদুল ইসলাম কাকঁড়া প্রকল্পের ক্রয়-বিক্রয় ও নতুন কাঁকড়া ছাড়ার পর বাড়িতে যায়। সারাদিন সে প্রকল্পে আসে না। সেদিনও তাই ঘটেছে। রাশিদুল ইসলাম জানান,২৫শে অক্টোবর (রবিবার) গভীর রাতে কে বা কারা আমার প্রজেক্টে বিষ দেয়। বিকালে কর্মচারী প্রজেক্টে গেলে সে দেখে কাঁকড়া ও মাছ মারা যাচ্ছে। সে আমাকে সংবাদ দিলে প্রজেক্টে গিয়ে দেখি কাঁকড়া ও মাছ মারা যাচ্ছে প্রজেক্টের ভিতরে বিষের বোতল ভাসছে তখন আমি বুঝতে পারি প্রজেক্টে কে বা কারা বিষ দিয়েছে। তবে কে বা কাহারা বিষ দিয়েছে এ বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি। 8,624,866 total views, 4,418 views today |
|
|
|