অক্টোবর ২৮, ২০২১
বড়দলে দুঃসাহসিক চুরি
এস এম শরীফ (বড়দল) আশাশুনি প্রতিনিধি: বড়দলে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে এক লক্ষ ৫০ হাজার টাকা সোনার গহনাসহ চুরি হয়েছে। গত ২৭শে অক্টোবর বুধবার দিবাগত রাতে উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের হযরত ফজলুর রহমান পীর সাহেব সুন্দরবনী বাড়িতে এ ঘটনাটি ঘটে। ইউনিয়নের জামালনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা পীর বজলুর রহমান, কেয়ারটেকারের দায়িত্বে থাকা মোঃ বাবলু সরদার (৪৫) ও তার স্ত্রী লাকি খাতুন রাতের খানা খাওয়ার পরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই বাড়ির কেয়ারটেকার এর ছেলে রিয়াদ হোসেন যেয়ে দেখে ঘরের বক্সের তালা খোলা অবস্থায় লেবু গাছের নিচে ফেলানো রয়েছে। তাৎক্ষণিক স্থানীয়দের সংবাদ দিলে স্থানীয়রা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে কেয়ারটেকার দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরছিল বলে জানা গেছে। এদিকে পীর ফজলুর রহমানকে আশাশুনি হাসপাতালে চিকিৎসার অবনতি হলে সেখান থেকে সাতক্ষীরা ডাক্তার আলহাজ্ব হাসান সিদ্দিক লাবু ক্লিনিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 9,024,391 total views, 939 views today |
|
|
|